টিপিএফ বাংলা ডেস্ক: হেড কোচ হিসেবে নিয়োগ করল কলকাতা নাইট রাইডার্স। ৪২ বছরের প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার অভিষেক নায়ার। এই ভারতীয় অলরাউন্ডার অভিষেক নায়ার'কে হেড কোচ হিসেবে নিয়োগ করল কলকাতা নাইট রাইডার্স। ২০১৮ সাল থেকে অ্যাকাডেমি ডিরেক্টর ও সহকারী কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা এবার কাজে লাগাতে চলেছেন নায়ার।
গত মরসুমে ট্রফি জিতলেও ২০২৫-এ কেকে আরের ব্যর্থতায় প্রশ্ন উঠেছিল চন্দ্রকান্ত পণ্ডিতের কৌশল নিয়ে। সেই জায়গায় নায়ারের আগমন ভক্তদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। ইডেনে এখন গুঞ্জন, কে এল রাহুল না রোহিত শর্মা, কে আসছেন নাইটদের ঘাঁটিতে?
